স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ এপ্রিল :গভর্নমেন্ট মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন জিবি হাসপাতালের কার্ল ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, রক্তের বিকল্প নেই। মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়।
সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে। তবে যারা রক্তদান প্রতিনিয়ত করে থাকে তাদের উদ্দেশ্যে মেয়র বলেন ব্লাড ব্যাংকের সাথে যাতে রক্তদান শিবিরের সামঞ্জস্যতা বজায় থাকে। নাহলে রক্ত নষ্ট হতে পারে এবং রক্তের সংকট বাড়তে পারে। সুতরাং রক্তদান করার পাশাপাশি ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের চাহিদার বিষয়েও খোঁজখবর রাখতে আহ্বান জানিয়েছেন মেয়র। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র। কথা বলেন রক্তদাতাদের সাথে। আগামী দিনে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।