Sunday, April 20, 2025
বাড়িরাজ্যমোদি সরকারের হিসেব ডায়েরিতে লেখা হচ্ছে, একদিন তাদের দেওয়া শিক্ষা কয়েক গুণ...

মোদি সরকারের হিসেব ডায়েরিতে লেখা হচ্ছে, একদিন তাদের দেওয়া শিক্ষা কয়েক গুণ বৃদ্ধি করে তাদের উপর প্রয়োগ করা হবে : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস। মঙ্গলবার এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং স্যাম পিত্রোদার নাম রয়েছে। আগামী ২৫ এপ্রিল এই মামলার শুনানি হবে বিশেষ আদালতে। এর আগে সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে প্রতিবাদে সরব হলো প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ নরেন্দ্র মোদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি -কে ব্যবহার করে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি দল।

তাই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশব্যাপী এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ই ডি অফিসের সামনে প্রতিবাদ সংঘটিত করা হয়। এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত হয় রাজধানীর বড়জলা স্থিত পঞ্চবটি কালী মন্দির সংলগ্ন এলাকায়। সেখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সুদীপ রায় বর্মন ইডি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রেখে বলেন, দেশের আসল সমস্যা বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি। এগুলি এড়িয়ে যেতে সরকার মিথ্যা মামলা করছে বিরোধী দলের নেতৃত্বদের বিরুদ্ধে। শাসকদলের তোলা এই অভিযোগগুলি ভিত্তিহীন। তিনি আরো বলেন, দেশে যখন মনমোহন সিংয়ের নেতৃত্বে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন আদানি, আম্বানি গভীর সংকটে পড়েছিল। শুধু তাই নয়, গরিব জনতার জন্য তৎকালীন মনমোহন সিং -এর নেতৃত্বাধীন ইউ পি এ সরকার শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার, খাদ্যের অধিকার এবং বন অধিকার আইন সহ একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের জন্য ঘোষণা করা হয়েছিল।

 তাদের মূল উদ্দেশ্য ছিল কংগ্রেসকে পরাজিত করা। তারপর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গত ১২ বছরেও কোন কংগ্রেস নেতৃত্বকে দুর্নীতি জন্য গ্রেপ্তার করতে পারেনি। আর এটাই প্রমাণ করে বিজেপি -র অভিযোগ মিথ্যা। এবং সিবিআই ও ইডি তাদের ক্লিন শিট দিয়েছে। ইডির উদ্দেশ্যে তিনি আরো বলেন, মোদি সরকার অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। সামনের দিনের জন্য আপনারও প্রস্তুত থাকুন। যে কাঠ পুতুলের মত ভূমিকা ইডি করে যাচ্ছে, সেটা যাতে মনে রাখে। প্রত্যেকদিন সর্বভারতীয় স্তর থেকে বুথ স্তরে একটি ডাইরিতে সবকিছু লিখে রাখা হচ্ছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দেওয়া শিক্ষা কয়েকগুণ বৃদ্ধি করে প্রয়োগ করা হবে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মিথ্যা মামলায় কোনঠাসা করতে অন্যায়ের পথ অবলম্বন করছে মোদী, অমিত শাহ এবং তাদের দল বিজেপি। এর প্রতিবাদ যতদূর পর্যন্ত আন্দোলন করার প্রয়োজন ততদূর পর্যন্ত আন্দোলন করবে কংগ্রেস দল। এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, আরক্ষা প্রশাসনের রক্তচক্ষু দেখিয়ে কংগ্রেস দলকে কোনভাবেই আটকে রাখা যাবে না। এবং ইডির উদ্দেশ্যে তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস সৈনিকরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে। কোনভাবেই এই আন্দোলন আটকানো যাবে না বলে জানান। এদিন বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য