Sunday, April 20, 2025
বাড়িরাজ্যকমিউনিস্টের মানসিকতা এখনো রয়ে গেছে : বিপ্লব কুমার দেব

কমিউনিস্টের মানসিকতা এখনো রয়ে গেছে : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: বেআইনি পার্কিং এবং বেআইনিভাবে গাড়ি ও দ্বি-চক্র যান চলাচলে উপর নয়া বিধি নিষেধ আনা হতে পারে পশ্চিম ত্রিপুরা জেলায়। বুধবার সাংসদ বিপ্লব কুমার দেবের পুরোহিত্যে আগরতলা স্থিত সোনার তরী গেস্ট হাউসে এক বৈঠক হয়। বৈঠকে সংসদ বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার ট্রাফিক এসপি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

 সাংসদ বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে দুর্ঘটনার পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিছু নিয়ম কারণ লাঘু করা হবে। এবং আলোচনা করে দেখা হবে পুরনো কোন বিষয়ের উপর খামতি রয়েছে, বিশেষ করে নতুন করে কোন নিয়ম লাঘু করলে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বেআইনিভাবে পার্কিং ব্যবস্থাপনা নিয়েও এদিন পূর্বতন কমিউনিস্ট সরকারকে নিন্দা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন এখনো বহু বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে গাড়ি পার্কিং করা হয়। অথচ একটি নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের জন্য কোন ব্যবস্থা নেন না গাড়ির মালিকরা।

কমিউনিস্টরা এ ধরনের বেআইনি মানসিকতা সৃষ্টি করে গেছে তাদের। যা এখনো তাদের মধ্যে রয়ে গেছে। যার কারণে এ ধরনের বেআইনি মানসিকতা মানুষের সমস্যা সৃষ্টি করে। দেশের বিভিন্ন রাজ্যের যখন ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যায় তখন তারা লক্ষ্য করে সেসব রাজ্যে পার্কিং ব্যবস্থাপনার উপর কতটা নিয়ম-শৃঙ্খলা রয়েছে। এগুলি নিয়ে তারা আলোচনাও করে বিভিন্ন সময়। তাই যুবকদের দ্বারা মানুষের মধ্যে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে আজকের আলোচনা করা হবে। এবং এই আলোচনার পর যে বিষয়গুলো উঠে আসবে সেগুলি আগামী দিন লাঘু করার চেষ্টা করা হবে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য