Friday, April 25, 2025
বাড়িরাজ্যবিশালগড় থেকে দুই কুখ্যাত চোরকে উড়িয়ে নিয়ে গেল চেন্নাই পুলিশ

বিশালগড় থেকে দুই কুখ্যাত চোরকে উড়িয়ে নিয়ে গেল চেন্নাই পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ এপ্রিল : চড়িলাম আড়ালিয়া উওরমুড়া এলাকার কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মত নিয়ে  গেলো চেন্নাইয়ে পুলিশ!সোমবার বিকেলে কুখ্যাত দুই চোরের পরিবারের লোকজন বিশালগড় থানায় মায়া কান্নায় গড়াগড়ি খাচ্ছে। জানাগেছে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া উওরমুড়া এলাকার লিটন মিয়া,বাবার নাম আলী মিয়া, বিটন মিয়া বাবার নাম জাকির হোসেন আড়ালিয়া উত্তরমুড়া চেন্নাইয়ের কাজ করতে গিয়ে গত ৭ এপ্রিল এক বাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকার অধিক স্বর্ণালংকার চুরি করে চড়িলাম আড়ালিয়া উত্তমমুড়া নিজের এলাকায় চলে আসে।

চেন্নাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন  চেন্নাইয়ের থাইরোভনময়ূর থানায় ৭ এপ্রিল লিখিত আকারে মামলা দায়ের করে। চেন্নাইয়ের পুলিশ 9 এপ্রিল মামলা হাতে নেয়।সেই মামলার ভিত্তিতে পুলিশ তদন্তক্রমে সোমবার দুপুরে চেন্নাইয়ের পুলিশ ত্রিপুরা এসে বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত লিটন মিয়া, এবং বিটন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে প্রথমে বিশালগড় থানায় নিয়ে আসে। সেখানে সমস্ত ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে চেন্নাইয়ের পুলিশ বিমান যুগে অভিযুক্ত কুখ্যাত দুই চোরকে বিমান যুগে চেন্নাইয়ে নিয়ে যায়। এদিকে অভিযুক্ত লিটন মিয়া এবং বিটন মিয়ার পরিবারের লোকজন বিশালগড় থানায় ছুটে এসে  গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে  আর ততক্ষণে চেন্নাইয়ের পুলিশ অভিযুক্ত দুই চোরকে নিয়ে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!