স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ এপ্রিল : প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীর লক্ষ্মীনারায়ন বাড়িতে বসে মেলা। এই বছরও তার ব্যতিক্রম নয়। বাংলা নব বর্ষ উপলক্ষ্যে এই বছরও লক্ষ্মী নারায়ন বাড়ি চত্বরে বসবে মেলা। মেলাকে সামনে রেখে চলছে চূড়ান্ত প্রস্তুতি। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে লক্ষ্মীনারায়ন বাড়ি চত্বরে দোকান সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী জানান দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে লক্ষ্মী ও গণেশের মূর্তি বিক্রয় করে আসছেন। এই বছর প্রথম বাংলা নববর্ষ উপলক্ষ্যে লক্ষ্মী নারায়ন বাড়ি চত্বরে মেলায় দোকান নিয়ে বসছেন। বিক্রয় কেমন হবে জানেন না। তিনি চকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে একজন। চাকুরি পাওয়ার পূর্বেও এই ব্যবসা করেছেন। চাকুরি চলে যাওয়ার পর বাধ্য হয়ে পুনঃরায় এই ব্যবসা করছেন। এই ব্যবসার উপর ওনার সংসার নির্ভরশীল।