স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ এপ্রিল : খালি বাড়িতে শ্বশুরের হাতে লালসার শিকার দুই সন্তানের জননী। ঘটনা সোনামুড়া থানা এলাকায়। জানা গেছে, অভিযুক্ত নিজের পুত্রবধূর উপর পাশবিক লালসা মেটায়। রবিবার রাতে তার শ্বশুর বাজার থেকে ঠাণ্ডা পানীয় নিয়ে যায়। বাড়িতে গিয়ে শ্বশুর ওনাকে ঠাণ্ডা পানীয় খাওয়ার জন্য বলে। তিনি সেই ঠাণ্ডা পানীয় খাওয়ার পর চোখে ঝাপসা দেখতে শুরু করেন। তারপরও তিনি সন্তান সহ শ্বশুরকে রাতের খাবার দেন। এবং সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
বিছানায় ঘুমিয়ে পড়ার পর তিনি আর কিছুই বলতে পারেন না। রাত্রি আনুমানিক ১২ টার পর তার ঘুম ভাঙ্গলে দেখতে পান তিনি নগ্ন অবস্থায় রয়েছেন। তার শ্বশুর তাকে ধর্ষণ করছে। তিনি প্রতিবাদ করলে শ্বশুর জানায় এইসব চলে কিছু হবে না। কাউকে কিছু না বলার জন্য। তখন তিনি রাতের বেলায় দুই সন্তানকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। সোমবার সকালে ধর্ষিতা পুত্রবধূ তার বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ছুটে যায় সাংবাদিকরা। সাংবাদিকদের সামনে পুত্রবধূ তার শশুরের নিকৃষ্ট কার্যকলাপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে সোমবার সোনামুড়া থানায় মামলা দায়ের করবে। এই ঘটনা গোটা এলাকায় জানাজানি হতে অভিযুক্ত শ্বশুরের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা এলাকার মানুষ।