Thursday, April 17, 2025
বাড়িরাজ্যসর্ব দৃষ্টি যোজনার সূচনা হলো রাজ্যে, আধুনিক মেশিনের মাধ্যমে চোখের ক্ষেত্রে এই...

সর্ব দৃষ্টি যোজনার সূচনা হলো রাজ্যে, আধুনিক মেশিনের মাধ্যমে চোখের ক্ষেত্রে এই সুযোগ মিলবে রাজ্যবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : রবিবার রাজধানীর হোটেল পোলো টাওয়ারের মধ্যে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অশ্বিনী আই ফাউন্ডেশন ও অশ্বিনী নেত্রালয়ের সহযোগিতায় “সর্ব দৃষ্টি যোজনা” নামে এক যুগান্তকারী কর্মসূচির সূচনা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন মজুমদার অনুষ্ঠানের উদ্বোধন করেন। তারপর তিনি বোতাম টিপে সর্বদৃষ্টি যোজনার লগোর উন্মোচন করেন। এখন থেকে রাজ্যে সর্বদৃষ্টি যোজনার সুবিধা পাবে রাজ্যবাসী। বিজয় কুমার স্থিত অশ্বিনী নেত্রালয়ের মধ্যে এই সুবিধা পাবে বিপিএল, প্রায়োরিটি হাউজহোল্ড, অন্ত্যোদয় অন্ন যোজনা এবং এড হোক বিপিএল শ্রেনীভুক্ত পরিবারের সকলে।

 অর্থনৈতিক কম ক্ষমতার কারণে যাতে কেউ চোখের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দিয়ে অশ্বিনী আই ফাউন্ডেশন ও অশ্বিনী নেত্রালয় এই পরিষেবা চালু করেছে। পাশাপাশি মাত্র ৫০ টাকা দিয়ে অশ্বিনী নেত্রালয়ের বহির্বিভাগের পরিষেবা প্রদান করা হয়। সকাল সাড়ে দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয়। বৃহস্পতিবার ও রবিবার দুদিন পরিষেবা বন্ধ থাকে। এবং সকল চক্ষু সম্পর্কিত পরীক্ষায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। যেমন রেটিনা স্ক্যান, গ্লুকোমা স্ত্রিনিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা সমূহ। আধুনিক মেশিনের মাধ্যমে অস্ত্রোপচারে প্যাকেজ শুরু হয়েছে মাত্র তিন হাজার টাকা থেকে। সর্ব দৃষ্টি যোজনার সুবিধা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যোজনার কার্ড ধারীরও বহন করতে পারবে। এই মহৎ উদ্যোগে মাধ্যমে অশ্বিনী আই ফাউন্ডেশন সমাজের সকলের মধ্যে দৃষ্টিশক্তি উপহার হিসেবে দিতে চাইছে। অনুষ্ঠানে বক্তব্যের মধ্যে দিয়ে এ কথা তুলে ধরেন ভিটিরোরিটিনাল সার্জন কৌশিক বিশ্বাস এবং অশ্বিনী নেত্রালয়ের চিকিৎসক শুভঙ্কর দেবনাথ। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী নেত্রালয়ের চেয়ারম্যান অনুরাগ মজুমদার জানান, সর্বদৃষ্টি যোজনা চালু করার মূল উদ্দেশ্য হলো সকলে যাতে চোখের পরিষেবা নিতে পারে। অশ্বিনী নেত্রালয়ের জন্ম লগ্ন থেকেই মূল উদ্দেশ্য হলো গরিব অংশের মানুষরাও যাতে অশ্বিনী নেত্রালয়ের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পায়। বিশেষ করে সকলকে যাতে গুণগত চক্ষু চিকিৎসা দেওয়া যায়। বাংলা নববর্ষের আগে এটা রাজ্যবাসীর জন্য বড় উপহার। ত্রিপুরা রাজ্যে গত দুবছরে সুচারু ভাবে পরিষেবা দিয়ে আসছে অশ্বিনী নেত্রালয়। গত দু বছরে ত্রিপুরা রাজ্যে ৬৭৩৪ জন রোগীকে চক্ষু পরিষেবা দিয়েছে অশ্বিনী নেত্রালয়।

এরমধ্যে ৩১৭০ জনকে বিনামূল্যে সার্জারিও করেছে অশ্বিনী নেত্রালয়ের চিকিৎসকরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার জানান, অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সর্বদৃষ্টি যোজনার মতো যুগান্তরকারী সিদ্ধান্ত অত্যন্ত দূরদর্শী ও সাহসী পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বেসরকারি প্রকল্প গুলির এমন উদ্যোগ আগামী দিন গ্রহন করা প্রয়োজন। তাহলেই এই বেসরকারি সংস্থাগুলিও মানুষের উপকারে আসবে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন তিনি। এ ধরনের উদ্যোগ রাজ্যবাসী জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!