স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে শনিবার সাতজন বাংলাদেশীকে গ্রেফতার করল বিলোনিয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার বাংলাদেশের এবং ভারতের নগদ অর্থ সহ মোবাইল ফোন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার মনুরমুখ তবলা চৌমুহনি এলাকায় পুলিশ তল্লাশি অভিযানে টি আর ০৮ এ ৪২২৪ নম্বরের একটি ইকো গাড়ি আটক করে। গাড়িতে থাকার সাতজনকে জিজ্ঞাসাবাদ করতে তারা জানায় শনিবার বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের ভূখণ্ডের এসেছে তারা। তাদের সহযোগিতা করেছে দালাল।
তারপর পুলিশ সাতজন বাংলাদেশি সহ গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তাদের কাছ থেকে আটক হয়েছে আটটি মোবাইল ফোন, ভারতীয় একলা চৌষট্টি হাজার সাতশ আশি টাকা এবং বাংলাদেশের এক লাখ এক হাজার ৯৩৫ টাকা। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান বিলোনিয়া থানার ওসি।