স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : সেচের অভাবে মাথায় হাত সোনামুড়া মহাকুমার বটতলীর ন্যাংটা দরগা চর এলাকার কৃষকদের। গোমতী নদীতে জল আছে। নদীর পাশে পাম্প মেশিনও রয়েছে। কিন্তু তারপরও সেচের জল পাচ্ছে না কৃষকরা। সোনামুড়া মহকুমার মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের পাশে বটতলীর ন্যাংটা দরগার বিরাট চর রয়েছে। এই চড়ে কৃষকরা ১২ মাস সবজি চাষ করেন।
এই সবজি চাষ করে কৃষকদের সংসার চলে। কিন্তু বিগত ২০ দিন ধরে বিদ্যুৎ সমস্যার কারনে চালানো যাচ্ছে না পাম্প মেশিন। ফলে সবজি খেতে জল দিতে পারছেন না কৃষকরা। সবজি খেতে জল দিতে না পাড়ায় নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের সবজি ক্ষেত। কিছু কিছু কৃষক পেট্রোল চালিত পাম্প মেশিন ভাড়া করে নিজেদের কৃষি জমিতে জল দিচ্ছেন নিরুপায় হয়ে। অথচ স্থানীয় কৃষি দপ্তরের কোন হেলদোল নেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।