স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : ভবিষ্যৎ অন্ধকারে আমবাসার সাধুটিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রাম স্কুলের ১০৪ জন পড়ুয়ার। এই সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকরা দুইদিন ধরে মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক অভিভাবক জানান আমবাসার সাধুটিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রাম স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি বছর পাশ করার পর খুমুলুঙে ভর্তি করা হয়। এই বছর ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয় ১৬ মার্চ। ২৯ মার্চ ফলাফল প্রকাশ করার কথা থাকলেও ফলাফল প্রকাশ করা হয় নি। পরবর্তী সময় বলা হয় ৪ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু ৪ এপ্রিল ওনারা বিদ্যালয়ে যাওয়ার পর তাদেরকে বলা হয় মোবাইল নাম্বার দিয়ে যাওয়ার জন্য।
যথারীতি ওনারা মোবাইল নাম্বার দিয়ে আসেন। ১১ মার্চ ওনাদের মোবাইলে পরীক্ষার ফলাফল যায়। কিন্তু দেখতে পান আমবাসার সাধুটিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রাম স্কুলের সকল ছাত্র-ছাত্রী পরীক্ষায় ফেল করেছে। এই অবস্থায় দাড়িয়ে তারা তাদের সন্তানদের কোথায় নিয়ে ভর্তি করবেন তা বুঝতে পারছেন না। সমস্যার সমাধান করার জন্য ১২ ও ১৩ এপ্রিল উদ্বিগ্ন অভিভাবকরা মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনের সামনে সমবেত হন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু তারা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন। রবিবার সকাল ৮ টায় তাদেরকে সাক্ষাৎ-এর সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও তাদের সাথে মন্ত্রী বিকাশ দেববর্মা সাক্ষাৎ করেন নি। এই অবস্থায় দাড়িয়ে তারা কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না।