Sunday, April 20, 2025
বাড়িরাজ্যদ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহারের জারি সি পি আই এম এল -এর

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহারের জারি সি পি আই এম এল -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : ট্রাম্পের শুল্ক হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড়ো বানিজ্যিক হামলা বলা হচ্ছে। ২ এপ্রিল ট্রাম্প ভারতের রপ্তানিকৃত পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে। একসাথে আরও ৬০টি দেশের উপর এই শুল্ক হামলা করেছে। ভারতের ইস্পাত, অ্যালুমিনিয়াম, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, জুয়েলারী শিল্প, বস্ত্রশিল্প, ঔষধে ও কৃষিতে বিরাট আতঙ্ক দেখা দিয়েছে। এর ফলে ভারতে জীবনদায়ী জেনেরিক ঔষধ, জনস্বাস্থ্য, অর্থনৈতিক স্থায়িত্ব ও জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে।

২৬ শতাংশ শুল্ক ভারতে লাগু করার ক্ষেত্রে ৯ ই জুলাই পর্যন্ত অর্থাৎ ৯০ দিন ছাড় দেওয়ার ফলে এখন কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু ১০ শতাংশ শুল্ক জারি থাকবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে যে ট্রাম্প যতক্ষণ না নির্ধারণ করেন যে বাণিজ্য ঘাটতি এবং অ-পারস্পরিক বাণিজ্য অনুশীলনগুলি সমাধান করা হয়েছে বা হ্রাস করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই শুল্কগুলি বহাল থাকবে। কিন্তু দেশের শিল্প বানিজ্য মন্ত্রী ও মোদী সরকার এই নির্লজ্জ আক্রমণকে সমর্থন করছেন। কোনও বিরোধিতা না করে মার্কিনের কাছে নতিস্বীকার করে বেশি দামে রান্নার গ্যাস, জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধাস্ত্র সহ একের পর নিম্ন মানের এক যুদ্ধ বিমান ক্রয় করছে। ২০২২-২০২৩ সালে ভারত আমেরিকার সবচেয়ে বড়ো বানিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। একটি তীব্র প্রতিবাদ জানা সিপিআইএমএল রাজ্য কমিটি। রবিবার আগরতলা সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সিপিআইএমএল -এর রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। তিনি আরো বলেন, জনগণকে দেশের স্বাধীন, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সার্বভৌম প্রজাতন্ত্রকে রক্ষা করতে এবং সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় মোদী সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি করেছে। এখন উজ্জ্বলা প্রকল্পে একটি গ্যাস সিলিন্ডার ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা এবং সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ৮০৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫৩ টাকা হয়েছে। আর পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা প্রতি লিটারে বেড়েছে।

আজকে এক লিটার পেট্রোলের দাম ৯৭’৫৩ টাকা, এক লিটার ডিজেলের দাম ৮৬,৫৫ টাকা। এক কেজি সিএনজি-র দাম ৮৬৫৫ টাকা। সাধারণ জনগণ ও ভোক্তাদের ঘাড়ে এই মূল্য বৃদ্ধির দায় চাপানো হয়েছে। অথচ শ্রমিকদের কাজ নেই। মজুরি কম। সরকারি শূন্যপদে চাকরি নেই। শূন্যপদ বন্ধ করে দেওয়া হচ্ছে। কৃষিতে চলমান সংকট চলছে। পর্যাপ্ত কাজ ও মজুরি বৃদ্ধি ও বকেয়া মজুরি পরিশোধ করা ছাড়া এই মূল্য বৃদ্ধির বোঝা জনগণ বহন করবে কিভাবে?তাই, দাবি এই মূল্য বৃদ্ধির বোঝা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের পর্যাপ্ত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। জমি ও কৃষিকে সংকট মুক্ত করতে হবে। সরকারি সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। টেট উত্তীর্ণ, বিভিন্ন দপ্তরে পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যদের অবিলম্বে নিয়োগ করতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য