স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার প্রবণতা বর্তমান সময়ে প্রত্যেক ছেলে, মেয়ের মধ্যে লক্ষ্য করা যায়। কারণ শরীর সুস্থ না থাকলে মানসিকতা এবং দৈনন্দিন কাজ ভালো হবে না। রবিবার অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা পর্যটন নিগমের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এন পি সি ত্রিপুরা সিরিজ ১-২০২৫ বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়ন শিপে বক্তব্য রেখে এ কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বক্তব্য রেখে আরো বলেন, আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সকলেই সুস্বাস্থ্যের আধিকারি। তারা আগামী দিন সমাজকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে যারা এ ধরনের সুস্বাস্থ্যের আধিকারিক তাদের উপর কোন ধরনের কাজ দেওয়া হলে তারা সেই কাজ মনোবল শক্ত করে সঠিকভাবে করতে পারে। মন্ত্রী আরো বলেন, সরকার এর সাথে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঘোষণা করেছে। তাই সকলকে নেশার বিরুদ্ধেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে আর বলেন, এ ধরনের অনুষ্ঠান দ্বারা উৎসাহিত হয় বডি বিল্ডার্সেরা। তারা একটা প্লাটফর্ম খুঁজে পায়। যার উপর ভর করে তারা আরো বেশি উৎসাহিত হয় এবং সাফল্য অর্জন করার সুযোগ পায়। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক বীরজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।