Sunday, April 20, 2025
বাড়িরাজ্যকাব্যলোক আয়োজিত বর্ষবিদায় ১৪৩১ এবং বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান ১৪ ও ১৫ এপ্রিল

কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় ১৪৩১ এবং বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান ১৪ ও ১৫ এপ্রিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ এপ্রিল : কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় ১৪৩১ এবং বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান আগামী ১৪ ও ১৫ এপ্রিল, বিকাল চারটা থেকে আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুক্ত অঙ্গণে অনুষ্ঠিত হবে। গত ২৭ বছর ধরে কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি রাজ্যের সংস্কৃতির অঙ্গণে এক ঐতিহ্যের সৃষ্টি করেছে। মূলত বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবচ্ছিন্নভাবে এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাব্যলোকের এই প্রয়াস।

রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কাব্য লোকের সহ-সভাপতি তুষার ভট্টাচার্য। তিনি আরো বলেন, দু’দিনের কাব্য লোকের এই আয়োজনে নববর্ষের সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাই এর সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পীদল এই বছরের আয়োজনে অংশ নেবেন। ঢাক, ঢোল, কাশী, উলুধুনি ও শঙ্খ ধুনির মাধ্যমে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা হবে।

 দু’দিনে প্রায় ১০ ঘন্টাব্যাপী এই আয়োজনে রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার চার শতাধিক শিল্পীগণ অংশগ্রহণ করবে। জনজাতি, মণিপুরী জনগোষ্ঠির শিল্পীদের অনুষ্ঠান ছাড়াও রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, সলিল চৌধুরীর গান, বৃন্দবাদন, লোকনৃত্য, সমবেত নৃত্য, মুর্শিদী, লোকগান ও আবৃত্তির অনুষ্ঠান রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তা ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী নানা সংস্থা কাব্যলোকের এই আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এবছর বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানে ‘কাব্যলোক সম্মান প্রদান করা হবে রাজ্যের সাংস্কৃতিক অনুরাগী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক বিশিষ্ট রতন সাহাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য