স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : ১১ এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস। যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয় আগরতলা মেলার মাঠ স্থিত কৃষক সভার অফিসে। উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তারপর সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তি এবং গুরুত্বপূর্ণ লড়াইয়ের ইতিহাস রয়েছে সারা ভারত কৃষক সভার। পরে লখনৌ অধিবেশনে সমাজতান্ত্রিক ও সমাজবাদের বিষয় নিয়ে যারা চিন্তা করেছিলেন তারা সিদ্ধান্ত নেয় কৃষক সংগঠন তৈরি করার। পরবর্তী সময় জমিদারি প্রথা বন্ধ করার জন্য এবং জমির অধিকারের জন্য সারা ভারত কৃষক সভা তৈরি হয় বলে জানান তিনি।