স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : ওবিসি দপ্তরে চরম গাফিলতে শিকার উচ্চ শিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীরা। তারা দপ্তর কর্তৃক বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে।
শুক্রবার ওবিসি দপ্তরে ডেপুটেশন প্রদান করে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং এন এস ইউ আই। ওবিসি ছাত্র-ছাত্রীদের স্বার্থে দাবি সনদ তুলে দিয়ে প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ জানান, ওবিসি ডিপার্টমেন্টের চরম গাফিলতির কারণে বহির্রাজ্যে পাঠরত ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তাদের ফর্ম পূরণ করার সময়সীমা ছিল ২৮ মার্চ। ইন্টারনেট পরিষেবা খুব উন্নত না থাকায় কম সময়ের মধ্যে কম পূরণ করতে পারেনি ছাত্র-ছাত্রীরা।
এতে করে ওবিসি অন্তর্ভুক্ত বহু ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ঋণ নিয়ে এবং দপ্তর থেকে স্টাইপ্যান্ড পেয়ে তাদের পড়াশোনা চালাতে হয়। যার কারণে সরকার এদিকেই গুরুত্ব দিয়ে যাতে সমস্যার সমাধানের জন্য বিষয়টি সংশোধন করেন। যাতে কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত না হয়। তিনি আরো বলেন এর জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। না হলে আন্দোলন তীব্রতর করা হবে।