Tuesday, May 6, 2025
বাড়িজাতীয়পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় বেলাগাম কন্যাভ্রূণ হত্যা হরিয়ানায় !

পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় বেলাগাম কন্যাভ্রূণ হত্যা হরিয়ানায় !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১১ এপ্রিল :   খাতায়-কলমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে তা ওই খাতায় আর কলমেই। আইনকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে হরিয়ানার নামি-বেনামি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রমরমিয়ে চলছিল এই ব্যবসা। বেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যার ঘটনা সামনে আসার পর অবশেষে বিজেপি শাসিত হরিয়ানায় নড়েচড়ে বসল সরকার। গোটা ঘটনার তদন্তে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি ৩০০টি স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

দেশের নারী ক্ষমতায়নকে নজরে রেখে ২০১৫ সালে এই হরিয়ানার পানিপথে বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রতি বছরই দেখা যাচ্ছিল এই রাজ্যে ছেলের তুলনায় মেয়েদের জন্মহার ব্যাপকভাবে কমছে। ২০১৯ সালে ১০০০ জন ছেলের তুলনায় মেয়ের জন্ম হার ছিল ৯২৩ জন। ২০২৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৯১০। সংবাদমাধ্যমের তদন্তে উঠে আসে কীভাবে এই রাজ্যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় বেলাগাম কন্যাভ্রূণ হত্যার ঘটনা ঘটছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!