স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক মৃত্যু হল ইন্ডিয়ান আর্মির সুবেদার মেজরের। মৃত সুবেদার মেজরের নাম খোকন বোস। বয়স ৫২ বছর। বাড়ি রাজধানীর গোর্খাবস্তি এলাকায়। বর্তমানে সুবেদার মেজর খোকন বোস পশ্চিমবঙ্গের কলকাতা শহরে কর্মরত ছিলেন। গত ৭ এপ্রিল বাড়িতে এসেছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা বোধ করায় ৮ এপ্রিল আগরতলা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তারপর সুস্থ না হওয়ায় আর্মি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিলেন ৮ এপ্রিল বিকাল চারটায়।
সে অনুযায়ী বিমানের টিকিট কেটে নিয়েছিলেন তিনি। কিন্তু দুপুর তিনটা নাগাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর সাথে সাথে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৩:৪৭ মিনিটে মৃত্যুর কূলে ঢলে পড়েন তিনি। বুধবার জিবি হাসপাতালের মর্গে মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবার এবং সহকর্মীদের হাতে। বিকালের নাগাদ মৃতদেহ কফিনবন্দি করে আনা হয় মৃত সুবেদারের বাসভবনে।
চোখের জলের শেষ বিদায় জানান পরিবার-পরিজন। তারপর আর্মির গাড়িতে করে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় সুবেদার মেজরের। পরিবার পরিজন বুঝে উঠতে পারছে না কি কারণে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর ক্যাম্পের সাথে কথা বলার পর জানতে পেরেছেন কলকাতা থেকে তিনি সুস্থ অবস্থায় বাড়িতে এসেছিলেন। কিন্তু মৃত্যু নিয়ে ধোঁয়াশা সকলের। কেউ কেউ দাবি করেন ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে ষ্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ।