Saturday, April 26, 2025
বাড়িরাজ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়ে মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রীর পদত্যাগের দাবি জানালো টি ওয়াই এফ

মন্ত্রীর কুশপুত্তলিকা পুড়ে মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রীর পদত্যাগের দাবি জানালো টি ওয়াই এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : বুধবার রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতিভবন থেকে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এই মিছিল থেকে মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংগঠনের নেতৃত্ব। তাদের অভিযোগ গত বিধানসভা অধিবেশনে মন্ত্রী রতন লাল নাথ জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেই তাদের সংগঠন।

 উপস্থিত নেতৃত্বের দাবি, গত বিধানসভা অধিবেশন চলাকালীন সময় মন্ত্রী রতন লাল নাথ জাত তুলে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়ে জনজাতি অংশের মানুষকে আক্রমণ করেছেন। এর বিরুদ্ধে টি ওয়াই এফ ধিক্কার জানিয়ে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে। এই মিছিল থেকে দাবি করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে মন্ত্রী রতনলাল নাথকে অবিলম্বে পদত্যাগ করে বহিষ্কার করেন। তারা আরো বলেন, ত্রিপুরা বিধানসভার মতো একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে কোন এক সম্প্রদায়কে এভাবে জাত তুলে আক্রমণ করা অত্যন্ত লজ্জাজনক। ভবিষ্যতে যাতে রাজ্যের কোন ভূমিপুত্র এমন আক্রমণের মুখে না পড়ে তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি। এবং ইতিমধ্যে যদি মন্ত্রী রতন লাল নাথকে বহিষ্কার করা না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে এক প্রকার ভাবে হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলের পর মন্ত্রী রতনলাল নাথের কুশপুত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ জানায়। মিছিলে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!