Saturday, June 14, 2025
বাড়িরাজ্যচিকিৎসার অভাবে ভুগছেন দিনমজুর, সহযোগিতার দাবি সরকারের কাছে

চিকিৎসার অভাবে ভুগছেন দিনমজুর, সহযোগিতার দাবি সরকারের কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : গত একমাস আগে দুপুরবেলায় অন্যের রাবার বাগানে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে আগুন নেভাতে যান মনোরঞ্জন দাস নামে এক দিনমজুর। কিন্তু অসাবধানতার কারণে আগুনের লেলিহান শিখায় তার দুটি পা ঝলসে যায় তার। পরে উনার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু লোকজন গিয়ে তাকে বাড়িতে নিয়ে এসে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক পরামর্শ দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মনোরঞ্জন দাসের বাড়ি সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত গ্রাম পঞ্চায়েত কালী কৃষ্ণনগরের দুই নং ওয়ার্ড সাদা টিলা গ্রামে। পরিবারে ৬ জন সদস্য। কিন্তু আয়ের উৎস একমাত্র দিন মজুরি। যে কারণে তার পক্ষে উন্নত চিকিৎসা করাও এই মুহূর্তে কষ্টসাধ্য।

তিনি জানান অতিরিক্ত পয়সা ব্যয় করে তার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। আগামী দিনে সংসার কিভাবে পরিচালনা হবে তা নিয়ে অত্যন্ত চিন্তিত তিনি। তিনি দাবি করেন যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় তাহলে তার চিকিৎসা করা সম্ভব হবে পরিবারের। নাহলে চিকিৎসার অভাবে পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে। এখন দেখার বিষয় স্থানীয় জনপ্রতিনিধিরা বিশেষ করে এলাকার বিধায়ক অসহায় দিনমজুরের চিকিৎসার ব্যয়ভার বহন করে কিনা। কিন্তু চিকিৎসার অভাবে যদি এই ব্যক্তির মৃত্যু হয় তাহলে সুশাসন জামানায় আরো এক বেদনাদায়ক ঘটনা সাক্ষী হবে রাজ্যবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য