স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : চৈত্র মাস ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সময়ে বিভিন্ন জায়গায় দোকানপাট আগুনে পোড়ার অভিযোগ উঠছে। বুধবার আগুনে পুড়লো কৈলাসহর বালিকা বিদ্যালয় রোডের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীত পাশের চারটি দোকান। সেখানে ছিল ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন আঁচ করতে পারে। তারপর খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দমকল কর্মীদের কাছ থেকে জানা যায়, আগুন প্রথমে ববি সেনের দোকানে লাগলেও তা দ্রুত পাশের লাইব্রেরি, ঔষধের দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেছে। তারপরেও চারটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়।