স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণীর তিন পড়ুয়া। ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত রাজধর নগর মাদ্রাসা সংলগ্নে। জানা যায়, বুধবার সকালে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের জেরে আহত হয় উদয়পুর রমেশ স্কুল পড়ুয়া তিন ছাত্র ছাত্রী, তারা দ্বিতীয় শ্রেণীতে পাঠরত। এ ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন এসে সঙ্গে সঙ্গে খবর দেয় উদয়পুর দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে গোমতী যারা হাসপাতালে চিকিৎসাধীন তিন পড়ুয়া।