স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : গৃহ পরিচালিকার স্বামী দ্বারা আক্রান্ত হয় বাড়ির মালিক। ঘটনা মঙ্গলবার দুপুর একটা নাগাদ খোয়াই শ্রী নাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকায় জনৈক শংকর দেবনাথ বাড়িতে। ধারালো অস্ত্রের আহত হন শংকর দেবনাথ, বয়স ৬০।
ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকার জনৈক্য সংকর দেবনাথের বাড়িতে ৪-৫ মাস যাবত ধরে গৃহ পরিচালিকার কাজ করে এক মহিলা। মহিলার স্বামী গৌতম দেবনাথ আচমকা শংকর দেবনাথের বাড়িতে আসে হাতে দা নিয়ে। শংকর দেবনাথকে গালিগালাজ করতে থাকে। গৌতম দেবনাথ স্ত্রীকে শংকর দেবনাথ তার বাড়িতে আটকে রেখেছে।
এই বলে গৌতম দেবনাথ হাতে থাকা দা দিয়ে সংকর দেবনাথের উপর হামলে পড়ে। দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ শুরু করে। এই আক্রমণে রক্তাক্ত যখম হয় সংকর দেবনাথ। বাচার তাগিদে সংকট দেবনাথও সেই সময় লাঠি দিয়ে গৌতম দেবনাথ কেউ আক্রমণ করে। সেই সময় শংকর দেবনাথের বাড়ি থেকে বের হয়ে গৌতম সুজা খোয়াই থানায় চলে যায় দা নিয়ে। এদিকে আহত সংকর দেবনাথকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা।