Sunday, April 20, 2025
বাড়িরাজ্যরাজ্যের জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত : মন্ত্রী বিকাশ...

রাজ্যের জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত : মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে সূচিত হলো এক নতুন অধ্যায়। দিল্লি সফর শেষে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি জানান, ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে। দিল্লিতে টি ডব্লিউ ডি মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে।

এই বিদ্যালয়গুলি শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুন, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। মন্ত্রী বলেন, শিক্ষা শুধুমাত্র একটি পাঠ্যক্রম নয়, এটি একটি জাতির মেরুদণ্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে চেষ্টা চলছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জনজাতি অধ্যুষিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলির জন্য এই বিদ্যালয়গুলি এক আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন শিক্ষামহল। বিদ্যালয়গুলি আধুনিক পরিকাঠামো, আবাসিক সুবিধা এবং সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিয়ে গড়ে তোলা হবে। মন্ত্রী আরও বলেন, “ত্রিপুরা এখন শুধু স্বপ্ন দেখছে না, বরং সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি শিশুকে ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।”

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয়গুলি দ্রুত বাস্তবায়নের দিকে এগোবে। তিনি অভিভাবক, শিক্ষক ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান—এই শিক্ষাযাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি প্রজন্মের স্বপ্নপূরণের দিকে দৃঢ় পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য