স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : মঙ্গলবার সকালে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় ত্রিপুরা পুলিশের কর্মরত এক পুলিশ কর্মী ও তার স্ত্রীর হাতে আক্রান্ত পার্শ্ববর্তী গৃহবধূ ও শিশু সন্তান। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় ত্রিপুরা রাজ্যের কালার প্রাপ্ত পুলিশ কর্মী সাবীর আহমেদ ওরফে লিটন মজুমদার ও তার স্ত্রীর দ্বারা মারধরে শিকার পার্শ্ববর্তী গৃহবধূ রোজিনা আক্তার ও তার ছেলে সন্তান।
খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ ও তার শিশু সন্তানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত গৃহবধূ রোজিনা আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার শিশু সন্তানের চিকিৎসা চলছে। আর অন্যদিকে রাজ্যের কালার প্রাপ্ত পুলিশ সাবীর আহমেদ ওরফে লিটন মজুমদার বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানার পুলিশ।
এদিকে অভিযুক্ত পুলিশ কর্মী ও তার স্ত্রীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হলো এলাকার মানুষ। তবে একজন পুরুষ হয়ে পার্শ্ববর্তী এলাকার এক মহিলার উপর কিভাবে আক্রমণ করেন সেটা এখন দেখার বিষয়। এখন কি সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করবে কিনা সে দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী।