স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ এপ্রিল ঃ পাকিস্তানের একটি অভিজাত এলাকায় রেভ পার্টি চলছিল। সেই পার্টিতে সোমবার রাতে আচমকাই তল্লাশি অভিযান চালায় পুলিশ। ওই আসর থেকেই মদ এবং মাদক-সহ গ্রেফতার হলেন পাক সেনার বেশ কয়েক জন শীর্ষ আধিকারিকের পুত্র এবং কন্যা। এ ছাড়াও ওই একই আসর থেকে ধরা পড়েছেন দেশের বেশ কয়েক জন তাবড় রাজনীতিকদের সন্তানও।
পুলিশ সূত্রে খবর, ওই আসর থেকে পাক সেনা এবং রাজনীতিকদের মোট ৫৫ জন পুত্র-কন্যা ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২৫ জন মহিলা রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ লাহোরের কসুর এলাকার একটি খামারবাড়িতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টির একটি ভিডিয়ো পুলিশের হাতে আসতেই তড়িঘড়ি অভিযানে যায় তারা। সেখান থেকে মদ এবং মাদক-সহ ধরা পড়েছেন ৫০ জনেরও বেশি।
কী ভাবে ওই খামারবাড়িতে মদ, মাদকের আসর চলছিল, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। শুধু তা-ই নয়, ওই পার্টির আয়োজক কে বা কারা ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসর থেকে প্রচুর মদ এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে।