স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : মতিনগর সীমান্তের ৯৮ নম্বর গেটের ওপারের ৯০ টি পরিবার একত্রিত হয়ে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তাদেরকে যাতে বিদ্যুৎ ছিন্ন না করা হয়। তাদের বক্তব্য বর্তমানে তারকাটা বেড়ার ওপারে মতিনগর সীমান্তে সম্পূর্ণ ক্যাবল সংযোগে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কোন রকমেই কোন ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চালাতে পারবে না।
তাদের আরো বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখুন পরিবারগুলো বিদ্যুৎ বিল দিয়ে বিদ্যুৎ চালিয়ে যাচ্ছে। অসহায় বিপিএল পরিবারভুক্ত বিদ্যুৎ যাতে ছিন্ন করে না দেওয়া হয়। কিন্তু গত ২৭ মার্চ আচমকা পূর্বে নোটিশ জারি না করে রমজান মাসে সেকেরকোট বিদ্যুৎ দপ্তর, আমতলী থানার পুলিশ এবং রায়েরমুড়া বিএসএফ মিলে মতিনগর ৯৮ নম্বর গেটের সামনে বিদ্যুৎ ছিন্ন করতে আসে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই এলাকার জনগণ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিধায়ক এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে যান এবং বলে যান তা সম্পূর্ণ অমানবিক। তবে এলাকার জনগণের দাবি যাতে তাদের বিদ্যুৎ ছিন্ন করে না দেওয়া হয়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি দাবি জানান।