Sunday, April 20, 2025
বাড়িরাজ্যসরকার বেকারদের সাথে প্রতারণা করছে, অভিযোগ তুলে আন্দোলনে নামবে বাম যুব সংগঠন

সরকার বেকারদের সাথে প্রতারণা করছে, অভিযোগ তুলে আন্দোলনে নামবে বাম যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে এবং বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে ১৯ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের ৮ টি জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ।

 সোমবার মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি সরকারের সমালোচনা করে আরো অভিযোগ তুলে বলেন, গোপন লেনদেনের মাধ্যমে রাজ্যের চাকুরি দেওয়া হচ্ছে। রাজ্যের মহাকরণ থেকে প্রতি মাসে লোক নিয়োগ করার নাম করে শূন্যপদ পূরণ করা হবে বলছে। অথচ সেসব দপ্তর গুলিতে শূন্য পদ পূরণের জন্য কোন বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। আবার দেখা যাচ্ছে আগের নিয়োগ প্রক্রিয়া পূরণ না করে কয়েক মাস পর একই দপ্তরে শূন্যপদ পূরণের ঘোষণা দিচ্ছে। যা এক প্রকার ভাবে বেকার যুবক যুবতীদের সাথে কেলোর কীর্তি চলছে রাজ্যে। পাশাপাশি সরকারের প্রতারণা বন্ধ করতে হবে বেকার যুবক যুবতীদের সাথে। অবিলম্বে এগুলি বন্ধ করতে হবে সরকারের। নাহলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জীবন সুরক্ষিত থাকবে না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি ওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির রাজ্য সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য