স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : জেল পুলিশের আইজি-র নিকট ডেপুটেশন প্রদান করল জেল পুলিশের ওয়ার্ডেন পদের চাকুরি প্রত্যাশীরা। একই দাবিতে এই চাকুরি প্রত্যাশীরা একাধিকবার জেল পুলিশের আইজি-র নিকট ডেপুটেশন প্রদান করেছে। চাকুরি প্রত্যাশীরা জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে জেল পুলিশের ওয়ার্ডেনের ২৪৯ টি শূন্য পদে লোক নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয়।
তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তারা একাধিকবার জেল পুলিশের আইজি-র নিকট ডেপুটেশন প্রদান করেছে শারীরিক মাপের তালিকা প্রকাশ করে লিখিত পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এইদিন ফের তারা জেল পুলিশের আইজি-র নিকট ডেপুটেশন প্রদান করেছে। তাদের মধ্যে কেউ কেউ জানান, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সরকারের তিন থেকে চার বছর লাগছে। সরকারের কাজের সাথে কথার মিল নেই। সরকার ভোট আদায়ের রাজনীতি করছে বেকার যুবক যুবতীদের সাথে। এক প্রকার ভাবে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিশেষ করে কোটা আসলে তারা মেরিট লিস্ট প্রকাশ করার জন্য এই ধরনের রাজনীতি শুরু করেছেন। এমনটাই বলে ক্ষোভ প্রকাশ করলেন বেকার যুবক যুবতীরা।