স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সোনামুড়া বাজারের ৫ টি দোকান। জানা যায় অন্যান্য দিনের ন্যায় সোনামুড়া বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে স্থানীয়রা দেখতে পান সোনামুড়া বাজারের একটি কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারন করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের।
এক এক করে সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে যায় দমকলের মোট ৩ টি ইঞ্জিন। দমকলের ৩ টি ইঞ্জিনের প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সোনামুড়া বাজারের একটি কাপড়ের দোকান, তিনটি ষ্টেশনারী দোকান ও একটি সেলুন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রাতেই ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েন। সোনামুড়া বাজারের এক ব্যবসায়ী জানান এইদিনের অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে আগুন লেগেছে।