স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : ভারতীয় সীমানার ভেতরে বাংলাদেশের ড্রোন ক্যামেরা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা বিলোনিয়া বল্লামুখা ভারত – বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ৩০০ মিটার ভেতরে। বাড়ির মালিক সাধন মজুমদার জানান গত কয়েকদিন আগে ড্রোনটি দেখা গিয়েছিল সীমান্তে। আজ তার বর্গা চাষি জমিতে গিয়ে এই ড্রোনটি দেখতে পায়। তিনি জানান এটা সন্দেহবশত বাংলাদেশের ড্রোন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা এলাকায় ছুটে এসে জানতে পারে সাধন মজুমদারের জমিতে ড্রোনটি পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে ড্রোনটি সীমান্তবর্তী এলাকায় ঊড়ানো হয়েছিল। কি মতলব নিয়ে ড্রোন ছাড়া হয়েছে সে বিষয়ে ধারণা নেই পুলিশের। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কি কারনে সীমান্তবর্তী এলাকায় এভাবে ড্রোন উড়ানো হয়েছে সেটা বুঝে উঠতে পারছে না অনেকে। তবে বিএসএফের কড়া নজরদারি কতটা অভাব রয়েছে সেটাই প্রমাণ করেছে এদিন। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।