স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : সাতসকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু পঞ্চাশ উর্ধ্ব এক জুম চাষীর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাই পাড়া এলাকায়। জানা যায় রবিবার গভীর রাতে কালবৈশাখীর ঝড়ের হওয়ায় বেশ কিছু জায়গায় গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাই পাড়ায়ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
সোমবার সকালে বাড়িতে বিদ্যুৎ না থাকায় অবিরত রুপিনী বাড়ির সামনে থাকা ট্রান্সফরমারের সন্নিকটে বিদ্যুৎ পরিবাহী লাইন সারাই করতে যায়। সেই সময় বিদ্যুৎ-এর ছোবলে আহত হয় অবিরত রুপিনী। এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে ছুটে যায় বাড়ির লোকজন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা অবিরত রুপিনীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অবিরত রুপিনীকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।