স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : ১৯৮০ সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। দলের সর্বভারতীয় নেতৃত্ব আহ্বান জানিয়েছেন দলের কার্যকর্তারা যাতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসম্পর্ক অভিযান সংঘটিত করে। সোমবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের দ্বারা জনসম্পর্ক অভিযানের সূচনা হয়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নিজে রাজধানীর প্রতাপগড় ঋষি কলোনি এলাকায় গিয়ে এই জন সম্পর্ক অভিযানের সূচনা করেন।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় নেতৃত্বের আহব্বানে রাজ্যের জনসম্পর্ক অভিযান শুরু করা হয়েছে। এবং নির্দেশ দেওয়া হয়েছে মানুষের কাছে সঠিকভাবে সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তির পর্যন্ত সরকারের জনকল্যাণমুখী কাজ পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে আহ্বান করা হয়েছে। প্রদেশ সভাপতি আরো বলেন, সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে মহিলা এবং যুবদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সরকার বাজেট পেশ করেছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন সেভাবেই বর্তমান সরকার রাজ্য পরিচালনা করার চেষ্টা করছে।