Sunday, April 20, 2025
বাড়িজাতীয়ফের দাম বাড়তে চলেছে পেট্রল, ডিজ়েলের?

ফের দাম বাড়তে চলেছে পেট্রল, ডিজ়েলের?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ এপ্রিল ঃ বিশ্ববাজারে ক্রমেই কমছে তেলের দাম। সেই আবহে সোমবার পেট্রল ও ডিজ়েলের উপর অতিরিক্ত দু’টাকা অন্তঃশুল্ক বসানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখন থেকে পেট্রলের উপর অন্তঃশুল্ক বাড়িয়ে ১৩ টাকা করা হল। ডিজ়েলের ক্ষেত্রে ওই শুল্ক ১০ টাকা করা হয়েছে।

অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ১৯৪৪ সালের কেন্দ্রীয় অন্তঃশুল্ক আইনের ৫এ ধারা এবং ২০০২ সালের অর্থ আইনের ১৪৭ ধারার অধীনে এই বর্ধিত শুল্ক আরোপ করছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ফের বাড়তে চলেছে পেট্রল-ডিজ়েলের দাম? যদিও এর ফলে পেট্রল-ডিজ়েলের বিক্রয়মূল্য বাড়ছে কি না, সে বিষয়ে খোলসা করে কিছু জানায়নি কেন্দ্র। তবে বিজ্ঞপ্তিতে কিছু বলা না থাকলেও, সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্তঃশুল্ক বাড়লেও এখনই বিক্রয়মূল্য বদলাচ্ছে না। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সাযুজ্য রক্ষা করতেই পেট্রল ও ডিজ়েলের উপর অতিরিক্ত অন্তঃশুল্ক বসাচ্ছে কেন্দ্র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য