স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। আহত বিদ্যুৎ কর্মীর নাম তাপস মজুমদার। ঘটনা রবিবার সকালে রাজধানীর অফিস লেন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বিদ্যুৎ সংস্কারে গিয়েছিলেন তাপস সহ তার সহকর্মীরা। কাজে হাত লাগানোর আগে তিনি ফোন করেছিলেন আইজিএম বিদ্যুৎ নিগম অফিসে। এবং তিনি বলেছিলেন যাতে বিদ্যুতিক লাইন শাটডাউন করা হয়।
তারপর কিছুক্ষণ পর কাজ শুরু করতেই বিদ্যুতের ছোবলে পড়ে গুরুতর আহত হন তিনি। তারপর সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। বর্তমানে চিকিৎসাধীন তিনি। জানা যায় তিনি একটি নির্দিষ্ট বিদ্যুৎ সংস্থার অধীনে কর্মরত। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত বিদ্যুৎ কর্মীর বাড়ি এন সি নগর এলাকায়।