স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : রহস্যজনক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত অপর এক যুবক। মৃত যুবকের নাম বিজয় লস্কর। আহত যুবকের নাম সৈকত হালদার। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাতের বেলা বিজয় লস্কর কাজ সেরে তার বন্ধু সৈকত হালদারের সাথে ঘুরতে গিয়েছিল। রাতের বেলা নিশ্চিন্তপুর রেল স্টেশনের সামনে তাদের বাইক দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা খবর দেয় তাদের পরিবারের লোকজনদের।
তাদের পরিবারের লোকজনের া রাতের বেলা একটা সময় ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে হাঁপানিয়া হাসপাতালে। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। শনিবার দুপুর ২ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন বিজয় লস্কর। রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত যুবকের বাবা জানায় এই ঘটনার পেছনে হয়তো রহস্য থাকতে পারে। কারণ সৈকত হালদার তার ছেলেকে ফোন করে নিয়েছিল। দুর্ঘটনার পর সৈকতের পরিবার সবকিছু জেনেও বিজয়ের পরিবারকে কিছুই জানায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানালেন তিনি। মৃত যুবকের বাড়ি হাঁপানিয়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাঁপানিয়া এলাকায়।