Sunday, May 4, 2025
বাড়িরাজ্য৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে আহত এক ব্যক্তি

৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে আহত এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে আহত এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানাধীন সাহাপুর মস্তান টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুনু মিয়ার ছেলে খুরশেদ আলমকে একই এলাকার সেলিম মিয়া ৫০০ টাকা ধার দেন। শনিবার যখন খুরশেদ আলম সাহাপুর মুস্তান টিলা আসাম হুজুরের চেম্বারের সামনে আসেন তখন সেলিম মিয়া খুরশেদ আলমকে দেখে বলে তার ধার দেওয়া পাওনা টাকা দেওয়ার জন্য।

তখন খোরশেদ আলম বলে কয়েকদিন পরে দিয়ে দেবে। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। এবং শেষ পর্যন্ত হাতাহাতি রূপ নেয়।একটা সময় সেলিম মিয়া তার কাছ থেকে ছুরি বের করে খোরশেদ আলমের গলায় আঘাত করে। এরপর খুরশেদ আলমের চিৎকারে এলাকার মানুষের জড়ো হলে সেলিম মিয়া পালিয়ে যায়। তড়িঘড়ি করে খুরশেদ আলমকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তার আত্মীয় পরিজনরা। তার গলায় দুটি সেলাই লাগে।চিকিৎসার পর খুরশেদ আলমকে থানা নিয়ে এসে তার আত্মীয়-পরিজনরা সেলিম মিয়ার বিরুদ্ধে সোনামুড়া থানা মামলা করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে খুরশেদ আলম এবং তার পরিবার সেলিম মিয়ার কঠোর শাস্তি দাবি করেন। এখন দেখার পুলিশের সুষ্ঠু তদন্তে কি বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!