স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : ট্রিপার গাড়ি এবং টুকটুকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ১২ বছরের এক শিশু কন্যার। গুরুতরা আহত হয়েছেন আরো চারজন। ঘটনা ধর্মনগর মহকুমা কালিকাপুর এলাকায়। জানা যায় দুটি গাড়ির অসাবধানতার কারণে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে মিহিকা বর্মন নামে শিশু কন্যার।
ঘটনায় আহত হয়েছেন ভাগ্য লক্ষী বর্মন, বয়স ৫০, নয়ন বর্মন, বয়স নয়, মিরা বর্মন, বয়স ৫৫ এবং হেমন্ত দেবনাথ। আহত চারজন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি আসামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।