স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে আগরতলা বটতলা বাজার থেকে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে আটক করা হয় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার এবং নগদ অর্থ। তার নাম মঙ্গলদীপ বিশ্বাস। এ বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা যায় গত কয়েকদিন ধরে পুলিশের কাছে খবর ছিল, মঙ্গলদীপ নামে এক যুবক বটতলা বাজারে নেশা সামগ্রী বিক্রি করে চলেছে।
তারপর শুক্রবার রাতের বেলা গোপন খবরের ভিত্তিতে বটতলা সবজি বাজার থেকে অভিযুক্ত মঙ্গলদীপকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে দুই হাজার ইয়াবার ট্যাবলেট এবং ১১.৯৭ গ্রাম বাউন সুগার। তৎসঙ্গে ৮৫০ টাকা নগদ আটক করা হয় তার কাছ থেকে। এর আগেও ২০২৩ সালে আটক হয়েছিল মঙ্গল দ্বীপ। তখনো এনডিপিএস মামলায় আটক হয়েছিল। প্রাথমিক পর্যায়ে পুলিশ তার কাছ থেকে আরো কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদেরও গ্রেফতার করা হবে। ধৃত যুবকের বাড়ি জয়নগর এলাকায়। কিন্তু ভাড়া থাকেন ইন্দ্রনগর এলাকায়।