স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : বাঁধে মাটি ফেলা বন্ধ করে দিলেন মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পুর পরিষদ ৯ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ার শ্মশান ঘাট পর্যন্ত বিস্তৃত বাধের রাস্তায় মাটি ফেলার কাজ চলছে না। শুক্রবার দুপুরের নাগাদ মাটি ফেলার কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় মহিলারা।
তাদের অভিযোগ, বাধের কাজ শুরু হওয়ার আগে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জমি সীমানা নির্ধারণ করার পরই সংস্কার কাজ চালু হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, সীমানা নির্ধারণ না করেই ঠিকাদারি সংস্থা সেখানে মাটি ফেলা শুরু করেছে। তাতে বহুবার অভিযোগ জানানো হলেও কাজের কাজ খেতে হয়নি। অবশেষে টেরে বসেন তারা। তাদের অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় তারা মাটি ফেলতে দেবে না। প্রয়োজনে প্রশাসনিক আধিকারিকরা এসে তাদের সাথে কথা বলার জন্য দাবি জানান তারা।