Friday, June 20, 2025
বাড়িরাজ্যঅল্পতে রক্ষা পেল ব্রহ্মকুণ্ড মেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষ

অল্পতে রক্ষা পেল ব্রহ্মকুণ্ড মেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : বড়সড় অঘটনের হাত থেকে অল্পতে রক্ষা পেল ব্রহ্মকুণ্ড মেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঘটনা শুক্রবার দুপুরে নাগাদ মোহনপুর মহকুমা সিমনা ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গনে। মেলা উদ্বোধনের তিন থেকে চার ঘণ্টা আগেই এই মহা বিপদ নেমে আসলো ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণে। ঘটনার বিবরনের জানা যায়, শুক্রবার থেকে অশোকাষ্টমী উপলক্ষে মেলা শুরু হওয়ার প্রস্তুতি নিয়ে সেজে উঠছিল মেলা প্রাঙ্গন। এরই মধ্যে মেলার সাংস্কৃতিক মঞ্চের ডান পাশে সবজি বাজারে আচমকা হুড়মুড়ে পড়ে এই বিশালাকৃতির পুরনো বটগাছ।

দীর্ঘ বছর পুরনো এই বটগাছ ভেঙে পড়ার আওয়াজ কানে আসতেই কয়েক সেকেন্ডের মধ্যে শেডঘর থেকে দৌড়ে বের হয়ে প্রান বাঁচান ব্যবসায়ীরা। ভেঙে পড়ে গোটা সেডঘর। নষ্ট হয়ে যায় সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়নি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কোন টিম। ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী মহল। এদিকে স্কাউটের ছেলেরা গাছটি কেটে পরিষ্কারের কাজে হাত লাগায়। এই ঘটনা ঘিরে কোন কথা হতে খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য