Wednesday, April 9, 2025
বাড়িরাজ্যফার্মাসি থেকে ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ এক ব্যক্তি, থানায় অভিযোগ দায়ের করলেন...

ফার্মাসি থেকে ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ এক ব্যক্তি, থানায় অভিযোগ দায়ের করলেন অসুস্থ ব্যক্তির পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : নিজের অসচেতনতার কারণে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি, পরে ফার্মাসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে থানায় অভিযোগ জানালেন তিনি। ঘটনার বিবরণে জানা গেছে  পেচারতল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা অমর রায় গত বৃহস্পতিবার বিকাল নাগাদ বাড়িতে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে  অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে অমর রায়ের ছেলে আকাশ রায় তখন বাড়ির পাশে পেচারতল বাজার এলাকায় শ্যামলা ফার্মেসী থেকে ওষুধ ক্রয় করে নিয়ে আসে বাড়িতে। তখন ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিনি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী মিরা রায় এবং ছেলে আকাশ রায় অমর রায়কে সঙ্গে সঙ্গে পেঁচারতল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

 তখন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অসুস্থ ব্যক্তিকে ভর্তি করে হাসপাতালে। সেখানে  চিকিৎসা চলার পর বর্তমানে অমর রায় বাড়িতেই আছেন চিকিৎসাধীন অবস্থায় এবং অমর রায় আজ অর্থাৎ শুক্রবার শ্যামলা ফার্মেসীর মালিক সমীর দাস ও দোকানের কর্মচারী শানু শুক্ল বৈদ্যর নামে ভুল ওষুধ দেওয়ায় পেচারতল থানায় লিখিত আকারে অভিযোগ জানান। অভিযোগকারী বিরুদ্ধে অসুস্থ ব্যক্তি অমর রায় এবং তার পরিবার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং পুলিশ প্রশাসন ড্রাগস ইন্সপেক্টর এবং সংবাদমাধ্যমের শরণাপন্ন হয়ে সঠিক বিচারের আর্জি জানান। তিনি আরো অভিযোগ করে বলেন এরকম আরো বহু বহু ফার্মেসী রয়েছে পেচারতল সহ আশপাশ এলাকায় বিনা পেক্সেশনে এভাবে ভুল ওষুধ দিয়ে দিনের পর দিন কালবাজারি ব্যবসা করে যাচ্ছে। সেইসব দোকানগুলিতে ড্রাগস কন্ট্রোল বোর্ডের কর্মকর্তারা  সরজমিনে প্রতিটি ফার্মেসিতে গিয়ে তদন্ত করে তার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান অসুস্থ ব্যক্তি অমর রায় এবং তার পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!