স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক গৃহবধূ। ঘটনা খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকী গ্রাম পঞ্চায়েতের তবলাবাড়ি এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুবিনা তাঁতী। বয়স ২০ বছর। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় গৃহবধূকে। ঘটনার বিবরণে জানা গেছে, তবলাবাড়ির এলাকার জনৈক্য যুধিষ্ঠির কান্তি তার স্ত্রীর সাথে কোন এক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল বুধবার থেকে।
এই ঝগড়া বিবাদকে কেন্দ্র করে যুধিষ্ঠির তাঁতি তার স্ত্রী রুবিনা বৃহস্পতিবার সকালে রান্নাঘরে আচমকা অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ হতেই চিৎকার শুরু করে প্রত্যক্ষদর্শীরা। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।