স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : আসামের বরাক উপত্যকার শ্রীভূমি জেলার চারশো কোটির টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির আরেক মূল অভিযুক্ত রাজদ্বীপ দেবকে বুধবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কোন এক এলাকার ভাড়া ঘর থেকে গ্রেফতার করেছে আসামের বদরপুর থানার পুলিশ। জানা গেছে, ধৃতের নাম রাজদ্বীপ দেব। এর পূর্বে বদরপুর থানার পুলিশ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত মোহাম্মদ শাকিরকে কলকাতা থেকে গ্রেফতার করেছিল অসম পুলিশ।
এবার পুলিশের জালে ধরা পড়ল শ্রীভূমি শহরের বিএসএফ ক্যাম্প রোডের বাসিন্দা রাজদ্বীপ। বদরপুর থানার পুলিশ ত্রিপুরার পুলিশের সহযোগিতায় ধর্মনগরের একটি বাড়ি থেকে রাজদ্বীপকে গ্রেফতার করে বদরপুর থানায় নিয়ে যায়। যদিও এমর্মে বদরপুর থানার পুলিশ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এদিকে মূল অভিযুক্ত শাকির গ্রেফতার হওয়ার পর থেকেই রাজদ্বীপ দীর্ঘদিন পলাতক ছিল। পুলিশি তদন্তে জানা গেছে, রাজদ্বীপ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছিল। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলা থেকেও মানুষের কোটি কোটি টাকা অনলাইন ট্রেডিং -এর নামে প্রতারনা করেছে এই চক্রটি।চুরাইবাড়ি থানা এলাকায়ও একজন সক্রিয় প্রতারক রয়েছে।
আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের খুব শীঘ্রই গ্রেফতার হবে।