স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : পানীয় জল, রাস্তা ও বকেয়া রেগার মজুরি সহ বিভিন্ন দাবিতে ট্রিপল ইঞ্জিন সরকারের সুশাসনের উপর আর ভরসা রাখতে পারছে না মানুষ। কখনো ব্লক অফিস ঘেরাও, আর কখনো সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছে। গণ্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের জনগণ বৃহস্পতিবার সকাল থেকে গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়ক অবরোধে সামিল হয়। ডম্বুর নগর ব্লকের বিডিও অবরোধস্থলে ছুটে গেলেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। জানা যায়, গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজ ও ঠাকুরাছড়া ভিলেজের বাসিন্দা দীর্ঘ দিন ধরে পানীয় জল, রাস্তার সমস্যায় ভুগছে। পাশাপাশি এলাকার রেগা শ্রমিকরা দীর্ঘ দিন ধরে পাচ্ছে না বকেয়া রেগার মজুরি।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে রেগার বকেয়া মজুরি, পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চরতন ও ঠাকুরাছড়া ভিলেজের বাসিন্দারা গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়ক অবরোধে বসে। সড়ক অবরোধের খবর পেয়ে সকাল ১০ টা নাগাদ অবরোধস্থলে ছুটে যান ডুম্বুর নগর আর.ডি ব্লকের বিডিও। তিনি সড়ক অবরোধকারিদের সাথে দফায় দফায় আলোচনা করেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। তারপর তিনি ঘটনাস্থল থেকে চলে যান। এতে করে বিক্ষোভকারীদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায়। এলাকার রেগা শ্রমিকরা জানান জানুয়ারি মাসে তারা রেগার কাজ করেছেন। কিন্তু এখনো রেগার কাজের মজুরি পান নি। তাই এইদিন সড়ক অবরোধে বসেছেন। রেগার মজুরি প্রদান না করলে তারা সড়ক অবরোধ মুক্ত করবে না। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। দুর্ভোগের শিকার হতে হয় সাধারন যাত্রীদের। অবরোধ স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।