স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে হয় বৈঠক। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা। বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির।
এর অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। বর্তমানে দেশের সংখ্যালঘু অংশের মানুষদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিশেষ করে নয়া ওয়াকফ অফ বিল পার্লামেন্টে এনে দেশের সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা করছে এবং তাদের জন জীবনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার বলে জানান। আরো বলেন মতিনগরে রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ঈদের আগে তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেন তিনি।