স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : গত দু’দিন ধরে কৈলাসহর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ড পদ্মের পাড় এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বেঁচে থাকতে স্থানীয়রা বাধ্য হয়ে ওয়াটার প্ল্যান্ট থেকে ফেলে দেওয়া জল সংগ্রহ করছেন। প্ল্যান্টে পরিশোধনের পর যে আয়রন মিশ্রিত জল নিষ্কাশন করা হয়, সেটি এখন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।
এর দুর্বিষহ জীবন যাপন আঙ্গুর তুলে দেখিয়ে দেয় বিকাশ ত্রিপুরার প্রকৃত দৃশ্য। মানুষ কতটা নিরুপায় হলে রাস্তার ড্রেনের মধ্যে আইরন জল পড়ার সময় তুলে বালতি কলস দিয়ে বাড়ি নিচ্ছে। ব্যবহারের অযোগ্য জল হলেও সেই জল দিয়েই দিন কাটাতে হবে বলে দাবি করলেন এলাকাবাসী। তাদের অভিযোগ এ বিষয়ে অবগত রয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। অথচ তাদের জন্য কোন দরদ নেই জনপ্রতিনিধিদের। ভোট আসলে বাড়ি বাড়ি গিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দেন তারাই। আর ভোটে জয়ী হলে বেমালুম প্রতিশ্রুতি হয়ে যায় তাদের কাছে। অথচ মানুষের এই দুঃখ দুর্দশা বলার মত পরিস্থিতি নেই। সংবাদমাধ্যমে মুখোমুখি হলেও তাদের বুক ফাটে অথচ মুখ ফাটে না। এই আয়রন যুক্ত পরিত্যক্ত জল ব্যবহার করে এলাকার মধ্যে মানুষের অসুস্থতা হার বাড়তে পারে। এই আশঙ্কা সৃষ্টি হচ্ছে এলাকায়। কিন্তু নিরুপায় জনগণ এই পরিত্যক্ত জল দিয়ে দৈনন্দিন কাজের চাহিদা মেটাচ্ছেন। তাদের খোঁজখবর নিচ্ছে না জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন।