স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষুব্ধ মানুষ। ঘটনা অমরপুর আইসিডিএস প্রজেক্ট এর অধীন ঝরঝরিয়া ১ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বুধবার বিক্ষুব্ধ জনগণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনগণ। জানা যায়, অমরপুর আইসিডিএস প্রজেক্টের অধীন ঝরঝরিয়া ১ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রীতিলতা শীল নামক এক মহিলাকে সহায়িকা হিসেবে নিয়োগ করা হয়।
কিন্তু এলাকাবাসীরা অভিযোগ করেন যে এলাকায় সহায়িকা পদের জন্য যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন বহিরাগতকে এনে নিয়োগ করা হয়। ঝড়ঝড়িয়া বীর কুমার পাড়ার মানুষদের অভিযোগ টাকার বিনিময়ে বাঁকা পথে নাকি হেল্পার পোস্ট এর চাকরি নিয়ে নিয়েছে প্রীতিলতা শীল। তাই তারা এ নিয়োগ বাতিল করে বীর কুমার পাড়ার স্থানীয় প্রার্থীকে হেল্পার পোস্টে নিয়োগ করার জন্য দাবি জানায়। এলাকাবাসীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে আন্দোলনে শামিল হয়। এলাকাবাসীর একত্রিত হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে উত্তর চেলাগাং এডিসি ভিলেজের মনোনীত পরিচালন কমিটির পক্ষ থেকে উক্ত ঘটনার মীমাংসার জন্য একটি সভার আহ্বান করা হয়। উক্ত সভায় সকলের আলোচনাক্রমে বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জনজাতি অধ্যুষিত এলাকার স্থানীয় প্রার্থী সুপ্রিয়া চাকমাকে এই কেন্দ্রের হেল্পার হিসেবে নিয়োগ করার সাপেক্ষে একটি রেজুলেশন নেওয়া হয়। রেজুলেশনটি অমরপুরের সিডিপিও র নিকট জমা করা হবে। তবে এলাকাবাসীরা হুশিয়ারি দিয়ে রাখেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে তালাবদ্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।