Sunday, April 6, 2025
বাড়িরাজ্যপুলিশের উপর আস্থা হারিয়ে এলাকাবাসী কমিটি গঠন করে নেশার কারবারিদের ধরপাকড়

পুলিশের উপর আস্থা হারিয়ে এলাকাবাসী কমিটি গঠন করে নেশার কারবারিদের ধরপাকড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে এলাকাবাসী কমিটি গঠন করে নেশার কারবারিদের ধরপাকড় শুরু করেছে। এবং সমস্ত প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিচ্ছে অভিযুক্তদের। বুধবার আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য আসে এলাকাবাসীর। ঘটনা শান্তিরবাজার রাজাপুর এডিসি ভিলেজ এলাকায়। অভিযোগ, নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ শান্তির বাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিকে নেশাকারবারীদের সমস্ত বিবরন জানানোর পরেও নেশা বিরোধী অভিযানে তিনি অনিহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের।

অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা কমিটি গঠন করে নেশা বিরোধী অভিযানে নামেন। এলাকার স্থানীয় লোকজনেরা এক জোট হয়ে নেশা বিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন। কমিটির নামাকরন করা হয় মহিলা একসান কমিটি।  এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশ কিছু নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় লোকজনেরা। এরই মধ্যে বুধবার বীরচন্দ্র নগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। অভিযানে প্রচুর পরিমানে ড্রাগস, শুকনো গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করা হয়। নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর নেশাকারবারীদের কাছ থেকে নেশাসামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা।  গ্রামবাসীর বক্তব্য দীর্ঘদিন ধরে নেশার কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ তাদের অভিযোগ পেয়েও কোনরকম ভূমিকা পালন করছে না। তাই বাধ্য হয়ে তারা নিজেরাই কমিটি গঠন করে অভিযানে নেমে পুলিশের হাতে তুলে দিচ্ছে অভিযুক্তদের। বুধবার ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!