স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : গন্ডাছড়া মহকুমা গঙ্গানগর স্থিত ডুম্বুর নগর আর ডি ব্লক গত পাঁচ মাসের বকেয়া রেগার মজুরি প্রদান করছে না। এর দাবিতে বুধবার ৪৪ রাইম্যাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মহকুমা সদর এলাকা পরিক্রমা করে ডুম্বুর নগর আর ডি ব্লকে প্রবেশের পথে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে একপ্রকার ধস্তাধস্তি হওয়ার পর চার সদস্য এক প্রতিনিধি দল ডুম্বুর নগর আর ডি ব্লকের এডিশনাল বিডিও -র সাথে দেখা করেন।
ডেপুটেশন প্রদান করে দাবি উত্থাপন করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল চব্বিশ ঘণ্টার মধ্যে রেগার পাঁচ মাসের বকেয়া মজুরি মিটিয়ে দিতে হবে, রেগার মজুরি বৃদ্ধি করতে হবে ইত্যাদি। সাথে পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানায় তারা। তাদের অভিযোগ রাজ্যে ট্টিপল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্রে এবং রাজ্যেও বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারপরও মানুষের এত সমস্যা। পাঁচ মাস ধরে রেগগ বকেয়া না পেয়ে সংসার পরিচালনা করতে পারছে না বহু পরিবার। বহুবার এ বিষয়গুলি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও তারা বিষয়গুলি গুরুত্ব দিচ্ছে না। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে কংগ্রেস। দাবিগুলি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ না করেন তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেন রাইম্যাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমুখ।