স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : বুধবার পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট সি.পি.আই.এম.এল সদর জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর এলাকায় তানিয়া নমঃ -র হত্যার ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে এইদিন ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট।
সিপিআইএমএল সদর জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশ সুপার কিরন কুমার কে-র নিকট ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি প্রতিনিধি দলের পক্ষ থেকে তানিয়া নমঃ -র হত্যার ঘটনার ন্যায় বিচারের দাবি জানানো হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে।